Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০১৯

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ

১.০

প্রকল্পের শিরোনাম

:

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ

EXTENSION OF MUSEUM BUILDING AND CONSTRUCTION OF OTHERS PHYSICAL INFRASTRUCTURE OF THE BANGLADESH FOLK ART & CRAFTS FOUNDATION

২.১

উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ

:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

২.২

বাস্তবায়নকারী সংস্থা (সংস্থাসমূহ)

:

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

২.৩

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ

:

স্কাইসোয়াম

৩.০

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা  (সুবিধাভোগীসহ)

:

  • জাদুঘর ভবন নির্মাণের মাধ্যমে আরও অধিক সংখ্যক ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের নিদর্শন দ্রব্যের প্রদর্শন ব্যবস্থা সম্প্রসারণ করা;
  • ভৌত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সুবিধা বৃদ্ধি করে অধিক সংখ্যক দর্শনার্থীর ফাউন্ডেশন পরিদর্শন নিশ্চিত করা ;
  • ফাউন্ডেশনের প্রশিক্ষণ, গবেষণা, ডকুমেন্টেশন ও প্রশাসনিক কার্যক্রমসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনার্থে অবকাঠামোগত উন্নয়ন;
  • লোক ঐতিহ্যের উন্নয়নের মাধ্যমে দর্শনার্থী বৃদ্ধির হার (৫০%) বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধি;
  • প্রশাসনিক কার্যক্রমের স্থান সংকুলানজনিত প্রতিবন্ধকতা দূরীকরণ।

৪.০

প্রকল্পের বাস্তবায়নকাল

ক) শুরুর তারিখ

খ) সমাপ্তির তারিখ

 

 

জানুয়ারি ২০১৯ খ্রি:

জুন ২০২১ খ্রি:

৫.১

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

 

 

 

মোট

:

১৪৭২৬.০৮ (একশত সাতচল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ আট হাজার) টাকা

 

জিওবি

:

১৪৭২৬.০৮ (একশত সাতচল্লিশ কোটি ছাব্বিশ লক্ষ আট হাজার) টাকা

 

নিজস্ব অর্থ

:

-

 

অন্যান্য

:

-