বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি
প্রকাশন তারিখ
: 2021-05-27
আগামী ২৮ মে শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
শিল্প সংস্কৃতির পরিমন্ডলে বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে সমকালীন শিল্পকলার একটি উজ্জ্বল নক্ষত্র, প্রকৃতি ও মানবতাবাদের শিল্পী, বাংলাদেশের আধুনিক শিল্পধারার প্রথম প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি বাংলাদেশের শিল্পচর্চা ও শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ। তিনি তাঁর সৃজনশীল প্রতিভার মাধ্যমে বাংলাদেশের সমকালীন শিল্পকলাকে আন্তর্জাতিক ক্ষেত্রে এক সস্মানজনক আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত বর্তমান কিশোরগঞ্জ জেলার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৮ মে ৬২ বছর বয়সে ঢাকার তৎকালীন পোস্ট গ্রাজুয়েট হাসপাতাল,শাহবাগে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নি:শ্বাস ত্যাগ করেন।