প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক রবিউল হুসাইন। ইলেক্টনিক মিডিয়া ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এর রির্পোটার তাহসিনা সাদেক।
(১) জনাব রবিউল হোসাইন মোল্লা, পিতা: আব্দুল আউয়াল মোল্লা, মাতা: মাহেলা বেগম, গ্রাম; চৌদানা, পো: সোনারগাঁও, উপজেলা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ। তিনি ১৯৮২ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা: রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স।
তিনি দীর্ঘ ১৬ বছর যাবৎ সাংবাদিকতার কাজ করছেন। দৈনিক যুগান্তর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক বর্তমান, দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক ডেসটিনি পত্রিকায় লোক ও কারুশিল্পের বিভিন্ন উপাদান ও অন্যান্য বিষয়ের উপর ফিচার ও নিবন্ধ লেখায় নৈপূণ্যতার জন্য তাঁকে ফাউন্ডেশনের মিডিয়া ফেলোশিপ ২০২২ এর জন্য মনোনীত করা হয়।
(২) জনাব তাহসিনা সাদেক, পিতা: আবু সাদেক, মাতা: খুরশিদা বেগম। গ্রাম: আহম্মদ নগর, ডাকঘর: সপুরা, রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা: রাজশাহী। তিনি ১৯৮৪ সালে ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘ ১৭ বছর ধরে সাংবাদিকতায় কাজ করছেন। তিনি বর্তমানে ডিবিসি নিউজ এর একজন সিনিয়র সাংবাদিক। তিনি সময় টিভি, যমুনা টিভি, ও আমাদের সময় নিউস পেপারে সাংবাদিকতায় কাজ করেন। একইসাথে তিনি লোক ও কারুশিল্পের পুনরুজ্জীবনে ইলেক্ট্রেনিক মিডিয়ায় বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি ও উপস্থাপনায় উল্লেখ্যযোগ্য অবদান রাখায় তাঁকে ফাউন্ডেশনের মিডিয়া ফেলোশিপ ২০২২ এর জন্য মনোনীত করা হয়।
২০১৪, ২০১৭, ২০১৯ এবং ২০২১ সালে বাংলাদেশের জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা পরিস্থিতির উপর প্রতিবেদন করে তিনবার UNFPA ও পরিবার পরিকল্পনা মিডিয়া পুরস্কার লাভ করেন।