জনাব খলিল আহমদ গত ২৭ এপ্রিল ২০২৩ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব খলিল আহমদ বিসিএস প্রশাসন ক্যাডারের ১১ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালের ১ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার এবং উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও উপসচিব হিসেবে অর্থ বিভাগে এবং জাতীয় পরামর্শক হিসেবে 'ডিপেনিং এমটিবিএফ এন্ড স্ট্রেন্থেনিং ফাইনান্সিয়াল অ্যাকাউন্টটিবিলিটি' প্রজেক্টে কাজ করেন। অর্থ বিভাগে কর্মরত অবস্থায় তিনি অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত সকল আইন- বিধিবিধান-আদেশ-প্রজ্ঞাপন-সার্কুলার সম্মিলিত দশ অধ্যায়ের একটি সংকলন (১৮০০ পৃষ্ঠা) তৈরি করেন। এই সংকলনটি ই-বুক আকারে ২০১২ সালে অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তিনি উপসচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) পদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দায়িত্ব পালন করেন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেয়াদে প্রথমবার গবেষণামূলক বার্ষিক প্রতিবেদন সম্পাদনা করেন। জনাব খলিল আহমদ অতিরিক্ত সচিব পদে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেন।
জনাব খলিল আহমদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে ১৯৮৭ সালে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ১৯৮৮ সালে উৎপাদন অর্থনীতি ও খামার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি থেকে ইকোনোমিক্স এন্ড ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) হিসেবে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দায়িত্ব পালনকালে ২০১৭-১৮ অর্থবছরে এবং পল্লী উন্নয়ন একাডেমীতে মহাপরিচালক পদে দায়িত্ব পালনকালে ২০২১-২২ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। তার দায়িত্ব পালনকালে আইসিটি খাতে বিশেষ অবদানের জন্য পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জন করে।
বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের পর হতে তিনি দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বুনিয়াদি, এসিএডি কোর্স এবং সিনিয়র স্টাফ কোর্স, বাংলাদেশ প্রশাসন একাডেমি থেকে প্রশাসন ও আইনে প্রশিক্ষণ এবং জরিপ অধিদপ্তর থেকে সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি থাইল্যান্ড এর এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) থেকে 'ম্যানেজমেন্ট থ্রো আইটি সিস্টেম' বিষয়ে, দক্ষিণ কোরিয়ার কইকা থেকে 'মিডিল ম্যানেজার কোর্স অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন', ইতালির ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার অফ দি আইএলও থেকে 'ফাইনান্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট' বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি চীনের বীমা কর্তৃপক্ষের 'ওয়ার্কশপ অন এশিয়ান সলভেন্সি রেগুলেশন এন্ড কো-অপারেশন' এ অংশগ্রহণ করেন। তিনি জার্মানির গোথে বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার সেন্ট্রাল ব্যাংক এবং থাইল্যান্ডের এআইটি থেকে বীমা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দাপ্তরিক কাজে ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, সৌদি আরব, চীন, ভিয়েতনাম, যুক্তরাজ্য, বেলারুশ, ইতালি ও জার্মানি গমন করেন।
জনাব খলিল আহমদ ১৯৬৫ সালে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দু' সন্তানের জনক।
তিনি তার কর্মজীবনে পনেরোটির অধিক প্রকাশনার সাথে জড়িত ছিলেন। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় কর্মকালীন তিনি বারোটির অধিক প্রকাশনার সাথে জড়িত ছিলেন।