বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে প্রকৃতিকে খুব নিবিড়ভাবে আলিঙ্গন করার সুযোগ রয়েছে। ফাউন্ডেশনের ১৬৮ বিঘা বিশাল আয়তনের মনোমুগ্ধকর সবুজ অঙ্গন পাখির কলকাকলিতে মুখরিত। এর বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন লেক। লেকের দু’পাশ দিয়ে রয়েছে নানা প্রজাতির ঔষধি ফুল ও ফল গাছের সমারোহ। বৃক্ষরাজির মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, গোলাপজাম, হিজল, জারুল, কদম, বকুল, সোনালু, অর্জুন ,গর্জন, শিমুল, পলাশ, আমলকি, হরিতকী, বহেড়া, চন্দন, কাঠবাদাম, জাফরান, হৈমন্তী, মহুয়াসহ ইত্যাদি। আর এ সকল বৃক্ষরাজিতে বসবাসরত শালিক, কোকিল, ঘুঘু, বুলবুলি, টুনটুনি, টিয়া, দোয়েল, শ্যামার মত বৈচিত্র্যময় পাখিদের কল-কাকলিতে মুখরিত থাকে ফাউন্ডেশন চত্বর। লেকের জলে লাল, সাদা ও শাপলা ও শালুক ফুটে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। শীতকালে শীতপ্রধান দেশ থেকে অতিথি পাখির সমাগমও ঘটে এই লেকে। প্রায় ৫২ বিঘা আয়তনের দৃষ্টিনন্দন লেকে নৌকায় ভ্রমণ ও বড়শিতে মাছ শিকারের ব্যবস্থাও রয়েছে।