এখানে তিনটি গ্যালারি রয়েছে।নীচতলার নিপুন কাঠখোদাই গ্যালারিতে কাঠের তৈরি প্রাচীন ও আধুনিককালের নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যে কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি ও বিক্রির সামগ্রিক ধারাবাহিক প্রক্রিয়া আকষনীয়ভাবে দারুশিল্পের কর্মপরিবেশ ও বিপণন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
দ্বিতীয়তলায় জামদানী,নকশিকাঁথা গ্যালারিতে সোনারগাঁয়ের তৈরি ও ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় নকশিকাঁথা প্রদর্শন করা হয়েছে। সেই সঙ্গে অত্যন্ত আকর্ষণীয় বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের বয়নশিল্পের কমপরিবেশ ও বিপণন চিত্রে তুলা থেকে বস্ত্র তৈরির সামগ্রিক ধারাবহিক চিত্র প্রদর্শন করা হয়েছে।
তৃতীয়তলায় তামা কাঁসা পিতলের নিদর্শন ও লোকজ অলঙ্কার প্রদর্শিত আছে।
জাদুঘরে মোট সংগৃহীত নিদর্শন দ্রব্যের সংখ্যা ৪৬৪৮ টি