ফাউন্ডেশনে ঐতিহ্যবাহী কারুশিল্পজাত দ্রব্য সামগ্রী নিয়ে নির্মিত হয়েছে কারুপল্লী বিপণন স্টল। কারুশিল্পীদের তৈরি কারুপণ্য বিকিকিনির জন্য নির্মিত হয়েছে ৪৮টি বিপণন স্টল। স্টলগুলো বিভিন্ন ফুল, পাখি, নদী এবং বিখ্যাত কবি সাহিত্যিকগণের কাব্যগ্রন্থের নামে নামকরণ করা হয়েছে। স্টলগুলোতে কারুশিল্পীদের তৈরি কারুপণ্য যেমন: জামদানি, শখের হাঁড়ি, নকশিকাঁথা, কাঠের পুতুল, শীতলপাটি, শোলার কারুপণ্য, মাটির ও কাঠের তৈরি বিভিন্ন তৈজসপত্র সুলভমূল্যে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশের কারুশিল্পী ও কারুশিল্প দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব-দরবারে পরিচিতি লাভ করার সুযোগ পাবে।