Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০২৪

ঐতিহাসিক বড় সরদারবাড়ি

বাংলার প্রাচীন রাজধানীশহর সোনারগাাঁয়ের প্রানকেন্দ্রে নান্দনিক স্থাপত্যের অনন্য নির্দশন বড় সরদারবাড়ি । এটি প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত। বাড়িটির অন্যতম সত্ত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সরদার। ধারণা করা হয় তাঁর নাম অনুসারে এ বাড়িটাকে সরদারবাড়ি নামে অভিহিত করা হয়। এর আয়তন প্রায় ২৭ হাজার ৪০০ শত বর্গফুট এবং মোট ৮৫টি কক্ষ রয়েছে। কক্ষগুলো চমৎকার স্থাপত্যশৈলী ও কারুকার্যময় ভবনটির যেমন: লতা, ফুল, পাখি বিভিন্ন দেব-দেবীর মূর্তি সবমিলে চমৎকার এক স্থাপত্য। আর এ স্থাপত্যশৈলৗ কালের অতল গহ্বরে নিমজ্জিত হতে বসেছিলো। দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানীর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রায় বিশ কোটি টাকা ব্যয় করে বাড়িটির রেস্টোরেশন কাজ সম্পন্ন হয়। প্রায় ৫ বছরের প্রচেষ্টায় রেস্টোরেশনের মাধ্যমে বড় সরদারবাড়িটি তার হারানো ঐতিহ্য/জৌলুস ফিরে পেয়েছে। 

ঐতিহাসিক ‘বড় সরদারবাড়ি’ সজ্জিতকরণ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে নিচতলার কক্ষসমূহে নিদর্শন দ্রব্য ও রেপ্লিকা দিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ছোট বড় সর্বমোট ৩২ টি শোকেজে কাঠখোদাই, মৃৎশিল্প এবং অন্যান্য মাধ্যমের শতাধিক নিদর্শন গ্যালারিগুলোতে প্রদর্শিত হচ্ছে। বর্তমানে দর্শনাথীদের জন্য বড় সরদারবাড়ির প্রত্নতাত্ত্বিক নির্মাণশৈলী দেখার সাথে সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পের উল্লেখযোগ্য নিদর্শন দেখতে পারবেন।

প্রবেশ ফি-

দেশি-১০০ টাকা

বিদেশি-২০০ টাকা

ফটোগ্যালারী (ক্লিক করুন)