Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০১৮

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


প্রকাশন তারিখ : 2018-08-15

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।ফাউন্ডেশন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর সুউচ্চ ভাস্কর্যের পদমূলে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা প্রশাসন,স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ,ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারিরা ও সর্বস্তরের জনগন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এছাড়াও দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার,শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী,জয়নুল পাঠশালা ও বিভিন্ন স্কুলের ক্ষুদে আঁকিয়েদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুকে নিবেদন করে জারিগান ও পুঁথিপাঠ।দু’দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ও বরেণ্য সাংবাদিক জনাব কামাল লোহানী।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক কবি রবীন্দ্র গোপ।