সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে "বাঙালির ভাটিয়ালী গান” নিয়ে আলোচনা এবং ভাটি অঞ্চলের মনোজ্ঞ লোকসঙ্গীতের আসর বসে।
প্রকাশন তারিখ
: 2024-04-25
বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে লোকগানের আসর। ১১তম দিন বুধবার বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে “বাঙালির ভাটিয়ালী গান” নিয়ে সেমিনার আনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মো. জাহিদুল কবীর পিএইচ.ডি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক, লোকশিল্প গবেষক, চিত্রশিল্পী এ কে এম আজাদ সরকার।
সেমিনার শেষে লোকজ মঞ্চে আল্লাহ আমাদের দেশটা শীতল করে দিন এই প্রার্থনা নিয়ে উপমহাদেশের লোকসংস্কৃতির সঙ্গে মিশে থাকা জনপ্রিয় গান "আল্লাহ মেঘ দে/ পানি দে/ ছায়া দেরে তুই/আল্লাহ মেঘ দে” পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। অন্যান্য কন্ঠশিল্পীদের মধ্যে ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত পরিবেশন করেন জাহিদুল কবীর, রওশন আলম, আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মারিয়াতুজ জান্নাত প্রমুখ।