Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে "বাঙালির ভাটিয়ালী গান” নিয়ে আলোচনা এবং ভাটি অঞ্চলের মনোজ্ঞ লোকসঙ্গীতের আসর বসে।


প্রকাশন তারিখ : 2024-04-25
বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে লোকগানের আসর। ১১তম দিন বুধবার বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে “বাঙালির ভাটিয়ালী গান” নিয়ে সেমিনার আনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক মো. জাহিদুল কবীর পিএইচ.ডি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক, লোকশিল্প গবেষক, চিত্রশিল্পী এ কে এম আজাদ সরকার।
May be an image of 5 people, dais and text that says "ন্য়ন রদের নমন ভারে বশাখ এল সবার ঘরে। পনরদিনব্ালী ঐতিহাবাহী বৈশাখী মেলা 0 সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ মুভসব১৪৩১ নববধ ১৪৩১ উতো্বোধনী ও সাংক্ৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহুন ইজানদরখান,এমপি খান, এমপি প্রতিমন্ত্তরী, পস্রণালয় বিশেষ অতিখি জনাব খলিল ববসন্তিরিনয় রিনয়ব সভাপত্ আমিনুর য়কমত্ত"
May be an image of 4 people, dais and text that says "পনেরদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংক্ৃতিক অনুষ্ঠান শুভ নববধ ১৪৩১ উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি 8 নাহিদ ইজাহার খান, এমপি মাননীয় প্রতিমন্ন্ত্রী, সংক্ৃতি বিষয়ক ম্ত্রপালর বিশেষ অতিথি : জনাব খলিল আহমদ মতণাদয় সভাপতি ড. আমিনুর রহমান সুলতান পরিচালক, বাংলাদেশ লোক কারানয়্া কটবেশন বাংলাদেশ লোক ও কার সংস্কৃতি কি য়ক মন্ত্রণা উুন্ডেশন"
May be an image of ‎4 people, flute, violin and ‎text that says "‎سی নতুন রোদের নতুন ভোরে বৈশাথ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংক্কৃতিক অনু্ঠান শুভ শুভনববধ নববধ ১৪৩১ দবোধনী ও সাং্ৃতিক অনুষ্ঠান নাহিদ ইজাহার খান, এমপি মাননীয় প্রতিমত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনাব খলিল আহমদ সাচব, বিষয়ক ম্ঙ্তণালয় রহমান সুলতান কারশিল্পাকডনেেশন কারুশিল্প কাউন্েশন ড পরিচালক দে কাউনে‎"‎‎
সেমিনার শেষে লোকজ মঞ্চে আল্লাহ আমাদের দেশটা শীতল করে দিন এই প্রার্থনা নিয়ে উপমহাদেশের লোকসংস্কৃতির সঙ্গে মিশে থাকা জনপ্রিয় গান "আল্লাহ মেঘ দে/ পানি দে/ ছায়া দেরে তুই/আল্লাহ মেঘ দে” পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। অন্যান্য কন্ঠশিল্পীদের মধ্যে ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত পরিবেশন করেন জাহিদুল কবীর, রওশন আলম, আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মারিয়াতুজ জান্নাত প্রমুখ।
 
May be an image of 3 people, violin, flute and text that says "পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বেশাখা মেনা শুভ নরবধ দবোধনী 3 সাংস্কৃতিক অনুষ্ঠান ।হিদ ইজাহার নীয় প্রতিমন্রী, সংস্কৃতি বিষয় জনাব খলিল আহম সচিব, বিষয়ক মস্রণালয় ত:ড. ত :ড. র রহমান সু পরিচার পরিচা পাক ও কারুশিল্স S 3 কারুশি ম্তনালয়"
May be an image of 5 people, violin, flute, temple, dais and text that says "নন রোদর নযন MYA বৈরশাখ বৈরশাধলো এলো সবার বয়ে। শুভ নববধ ১৪৩১ পনেরেদিনব্যাগী ঐতিহ্াবাহী বৈশাহী মেলা 3 সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী সাংক্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহারখ খান, এমপি মত্রণাল বিশেষ অতিথি জনাব খলিল আহমদ সভাপতি পলিগালক, ড. আমিনুর রহয 9연 বাংলাদেশ লোক Y সংক্কৃতি বিষয়ক তান স্বাগতম উন্ডেশন ঐতনহাবাহী বৈশাখা মেলাও অনুঠান ১৪৩১ 深出家原認"

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon