Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৯

সোনারগাঁ জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে অটিজম দিবস উদযাপিত


প্রকাশন তারিখ : 2019-01-18

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা লোকজ উৎসবে আজ শুক্রবার পালিত হয় অটিজম দিবস। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে দেশীয় সংস্কৃতির প্রচার-প্রসার, উজ্জীবন-উন্নয়নে মহাসমারোহে শুরু হয়েছে লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১৯। এ উপলক্ষে বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁও পরিণত হয়েছে উৎসবের নগরীতে। জগতের সকল আঁধার অমঙ্গল বিদূরীত করে জ্বলে উঠুক মঙ্গলপ্রদীপ শিখা-এ ব্রত নিয়ে শীতের সোনালি সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। উল্লেখ্য যে, প্রতিবছর ফাউন্ডেশনে মাঘ মাসের প্রথম শুক্রবার পালিত হয় অটিজম দিবস। এদিন জাদুঘরের প্রধান ফটক প্রতিবন্ধী শিশু এবং তাঁদের পরিবারবর্গের জন্য উন্মুক্ত রাখা হয়। বিনা টিকিটে তাঁদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়। 


   
এ উপলক্ষে সোনারতরী লোকজ মঞ্চে স্কলার্স স্পেশাল স্কুলের সাবেক অধ্যক্ষ বিথীকা দেওয়ানজি রচিত প্রতিবন্ধীদের উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সেমিনার উপস্থাপিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ডা: অজন্তা রানী সাহা। 


গ্রামীণ খেলার মাঠে মেঘনা ঘাট শিল্পনগরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে লুপ্তপ্রায় গ্রামীণ খেলা প্রদর্শিত হয়। এছাড়া কনে দেখা, গায়ে হলুদ, বরযাত্রা, জামাইকে পিঠা খাওয়ানো, গ্রাম্য সালিশ নামে লোকজীবন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।    


সাগর অন্তরের উপস্থাপনায় বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরসুধা সংগীতায়ন সংগঠনের উপস্থাপনায় প্রতিবন্ধী শিল্পীদের লোকসংগীত পরিবেশিত হয়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী আনিসা, রুমা গোপ, সাঈদা ইসলাম প্রাপ্তি, সারমিন সুলতানা প্রমুখ লোকসঙ্গীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক পর্যটক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানমালা উপভোগ করেন।