মহান বিজয় উৎসব ও পৌষমেলা উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বিজয় উৎসব, দিনব্যাপী শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী, পিঠা প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আজ সকালে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন নারায়ণঞ্জ-০৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও সরকারি কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, কাজী ফজলুল হক উইমেন্স কলেজ কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
বৈকালিক অনুষ্ঠানে মহান স্বাধীনতার ৪৭তম বিজয় উৎসবে বঙ্গবন্ধু চত্বরে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী চন্দ্র শেখর সাহা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাতা শিল্পী শ্যামল চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন সাংসদ হোসনে আরা বাবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক।
সাগর অনন্তের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী ছোট খালেক দেওয়ান তার একাডেমির শিল্পীবৃন্দ, শিল্পী এস.এ আকাশ, সাঈদা ইসলাম প্রাপ্তি, স্বর্ণা এবং জয়নুল পাঠশালার ছোট্ট সোনামণিগণ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন তুষার চন্দন, সেঁজুতি গোপ প্রমুখ ।
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।