জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
প্রকাশন তারিখ
: 2024-03-17
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু'র ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন, লাইব্রেরি ভবনে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক শিল্পী মামুন কায়সার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসারের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুল, কিন্ডার গার্টেনের অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। বিপুলসংখ্যক দর্শক বঙ্গবন্ধু'র গৌরবোজ্জ্বল ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানমালা উপভোগ করেন।