দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মজয়ন্তী উদযাপিত
প্রকাশন তারিখ
: 2023-12-29
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শিল্পাচার্যের আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। লাইব্রেরি ও ডকুমেন্টেশন ভবনে শিল্পাচার্যের জীবনী নিয়ে আলোচনা সভা, শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক জনাব বুলবন উসমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক জনাব কাজী নূরুল ইসলাম।
এছাড়াও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনদিনব্যাপী জয়নুল উৎসব শুরু হয়েছে। ঢাবির উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান, ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, শিল্পাচার্য-পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী নূরুল ইসলাম এবং বিকাশের সি এম ও মীর নওবত আলী বক্তব্য দেন।