ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো ফাউন্ডেশনের লোকজ মঞ্চে শিল্পাচার্যের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ড. আহমেদ উল্লাহ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ ছেলে জনাব মঈনুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারজানা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক জনাব কাজী মাহবুবুল আলম।