Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২৪

দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দুইদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।


প্রকাশন তারিখ : 2024-12-29

ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো ফাউন্ডেশনের লোকজ মঞ্চে শিল্পাচার্যের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ড. আহমেদ উল্লাহ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ ছেলে জনাব মঈনুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারজানা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক জনাব কাজী মাহবুবুল আলম।

May be an image of 7 people

May be an image of 5 people, monument and text

May be an image of 8 people, temple, dais and text

May be an image of 8 people, dais, temple and text

May be an image of 7 people, temple, dais and text that says "মাটি B মানুষের মল্পী শিল্সাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবারষিকা উদয়াপন উদ্বরোধনী 3 সাংক্কতিক অনুষ্ঠান প্রধান অতিথি ড.আহমেদ হাহমেদ উল্লাহ, এফসিএমএ মাননীয় সম্মানীর অতিথি প্রকেশালী ময়মুল আবেদিন বিশ্শষ বিশ্শষ.তিতি অতিমি মিজ ফারজানা রহমান সভাপতি কাজী মাহবুরুল আলম বাংলাদেশ লক কারুশিল্প ফাউ সংস্কৃতি ক মন্ত্রণালয়"

May be an image of 4 people and suit

May be an image of 7 people, dais and text

May be an image of 7 people, people dancing and text

May be an image of 5 people, violin, flute, temple and textMay be an image of 4 people and text