ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে 'লোক প্রযুক্তি ও পালকির গান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
প্রকাশন তারিখ
: 2024-04-16
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে 'লোক প্রযুক্তি ও পালকির গান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
সেমিনারের বিশেষত্ব এ দেশে প্রচলিত জমিদার শ্রেণির একটি সুসজ্জিত পালকি; পালকির বাহক আঃ হালিম সরদার, দুখু মিয়া সরদার, বদি সরদার এবং নাজু সরদার পালকি বহন করেন। অনুষ্ঠানে কনের চরিত্রে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী অথৈই সূত্রধর এবং বরের চরিত্রে অভিনয় করেন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মারুফ ইসলাম। তাদের সাথে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ মো. সুলতান মিয়া। উল্লেখ্য, ফাউন্ডেশনে এই প্রথম বিলুপ্তপ্রায় লোক প্রযুক্তির লাইফ ডেমোনেস্ট্রেশন উপস্থাপন করা হয়।
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।