Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০১৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


প্রকাশন তারিখ : 2019-03-26

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রখ্যাত লেখক অধ্যাপক ডা: আনোয়ারা সৈয়দ হক। এছাড়া পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারসহ সোনারগাঁ উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, সোনারগাঁও সরকারি কলেজ, মোগড়াপাড়া এইচ. জি. এস সরকারি স্মৃতি বিদ্যায়তন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সোনারগাঁও পৌরসভা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সোনারগাঁও শিল্পকলা একাডেমি, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, মহান স্বাধীনতা দিবসে কারুশিল্পের নকশিকাঁথা, নকশি হাতপাখা ও পাটজাত কারুপণ্যের তিনটি মাধ্যমে মাসব্যাপী কারুশিল্পী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। 


অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ শীর্ষক উন্মুক্ত আলোচনা শেষে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডকে ফাউন্ডেশনের স্মারক ও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বৈকালিক অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ আবৃত্তি, নৃত্য এবং দেশাত্মবোধক গানের আসর বসে। সাগর অনন্তের সার্বিক সঞ্চালনায় শিল্পী মামুন, পান্না ইসলাম, রীতা, ইমু, তন্নী ইসলাম, সীমা, স্বর্ণা, প্রাপ্তি এবং জয়নুল পাঠশালার ছোট্ট সোনামণিগণ সংগীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক স্বাধীনতা উৎসবের স্মারণিক অনুষ্ঠানমালা উপভোগ করেন।