ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ৪ ক্যাটাগরিতে ৮ জনকে পুরস্কার প্রদান
প্রকাশন তারিখ
: 2022-06-30
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে বর্নাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৪ ক্যাটাগরিতে ৮ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সম্মানিত সচিব জনাব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক ড. আহমেদ উল্লাহ।
শখের হাঁড়ি শিল্পী শ্রী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ২০২২ পুরষ্কার হিসেবে তিন লক্ষ টাকা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
তিনজন কারুশিল্পীকে প্রদান করা হয়েছে লোক ও কারুশিল্প পদক ২০২১। এদের প্রত্যেককে এক লক্ষ টাকা, ক্রেষ্ট ও সনদ দেয়া হয়। পুরষ্কারপ্রাপ্তরা হলেন মিলন হোসেন (রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও শ্রী দেখন বালা বমর্ণ (আলপনা শিল্পী)।
এছাড়া ক্রাফটস ভিলেজেস লিঃ এর তরূণ কুমার পাল ও এসিক্স এর আফসানা আসিফ পেয়েছেন কারুশিল্প উদ্যোক্তা পুরষ্কার ২০২২। দুজনকেই এক লক্ষ টাকা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।