Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘরের আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের মরমী মাইজভান্ডারী সঙ্গীতের আসর বসে।


প্রকাশন তারিখ : 2024-04-27
বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওয়ে চলমান ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে লোকসঙ্গীতের আসর। এরই ধারাবাহিকতায় ১৩তম দিন শুক্রবার বিকেল ০৩:০০ ঘটিকায় ফাউন্ডেশনের উদ্যোগে লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনর্জাগরণে বাংলার লোকসঙ্গীতের ব্যতিক্রমী ধারা "মরমী মাইজভান্ডারী সঙ্গীত" অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, খলিল আহমদ।
 
May be an image of ‎4 people, dais and ‎text that says "‎নতুন রোদের নতন ভোরে বৈশাখ এলো সবার ঘরে। পনেরদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ নববধ ১৪৩১ উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি 8 নাহিদ ইজাহার খন,এমপি খ্ন, এমপি তিমত্রী, তিমত্রী,সংক্কৃতি সংস্কৃতি ।ালয় খলিল ভা বিষয়ক পামিনুর আামিনুররহমা রহম SC "수태1> বিশেষঅতিহি বিশেষ অতিথি সভাপতি, MIiS وري မေမမ මිබා‎"‎‎
 
May be an image of 3 people and text
 
May be an image of 10 people and text
ঐতিহ্যবাহী মরমী গান পরিবেশন করেন কন্ঠশিল্পী আবু হানিফ, আফসার হোসেন, এ এম এম সোবাইর, আবদুল কাদের হেলালী, সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, আহমেদ নূর আমেরী প্রমুখ। বাদ্যযন্ত্রী হিসেবে গানে সওগাত করেন; তবলায়- মো. করিম, বাংলাঢোল- মো. ফরিদ, পার্কেশন- মো. ইব্রাহিম সুমন এবং মন্দিরায়- শাহাদাত।
 
May be an image of 13 people, temple and text
 
May be an illustration of 4 people and text
 
May be an image of 5 people, henna, dais and wedding
 
May be an image of ‎1 person, dais and ‎text that says "‎จรุงิตี স্বাগতম ঐতিহ্াবাহী বৈশাহী মেলা ও সাংস্থৃতিক অনুষ্ঠান ১৪৩১ মেলা মেল১থেকেৈবাখ১৪০১পচন ১ থেকে ১৫ বৈশাখ ১৪৩১ পর্যন্ত চলবে هه বাংলাদেশ লোক বাং্াদেশলোরসিফষাউজেন ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাও, নারায়ণগঞ্জ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়‎"‎‎
 
May be an image of 8 people, flute, dais, temple and text that says "নাণ রাদের নয়ুন ማጀ বৈশাপ এলা সবার ঘরে পনেরোদিনবযাপী ঐতিহাবাহী বৈশাথী মেলা সাংস্গৃতিক অনুষ্ঠান শুভ নববধ ১৪৩১ উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহার খান খান,এমপি অপালয়া লিল আহমদ ガシイ বিশেষঅতিি অর্তিলি রিলোষ সভা তয়মামি পુলতান বাং সংহ কাকশিল্প ফাউন্দেন o"
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত মরমী মাইজভান্ডারী সংগীত উপভোগ করেন।