সোনারগাঁও জাদুঘরের আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের মরমী মাইজভান্ডারী সঙ্গীতের আসর বসে।
প্রকাশন তারিখ
: 2024-04-27
বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওয়ে চলমান ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে লোকসঙ্গীতের আসর। এরই ধারাবাহিকতায় ১৩তম দিন শুক্রবার বিকেল ০৩:০০ ঘটিকায় ফাউন্ডেশনের উদ্যোগে লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনর্জাগরণে বাংলার লোকসঙ্গীতের ব্যতিক্রমী ধারা "মরমী মাইজভান্ডারী সঙ্গীত" অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, খলিল আহমদ।
ঐতিহ্যবাহী মরমী গান পরিবেশন করেন কন্ঠশিল্পী আবু হানিফ, আফসার হোসেন, এ এম এম সোবাইর, আবদুল কাদের হেলালী, সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন, আহমেদ নূর আমেরী প্রমুখ। বাদ্যযন্ত্রী হিসেবে গানে সওগাত করেন; তবলায়- মো. করিম, বাংলাঢোল- মো. ফরিদ, পার্কেশন- মো. ইব্রাহিম সুমন এবং মন্দিরায়- শাহাদাত।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত মরমী মাইজভান্ডারী সংগীত উপভোগ করেন।