বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চতুর্থদিন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে 'পালাগান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচনা বক্তব্য রাখেন স্বনামধন্য বাউলশিল্পী আরিফ দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরু-শিষ্যের পালাগান পরিবেশিত হয় এতে গুরুর ভূমিকায় পালাগান উপস্থাপন করেন শিল্পী আরিফ দেওয়ান এবং শিষ্যের ভূমিকায় শিল্পী রোজিনা দেওয়ান। অন্যান্যের মধ্যে গুরুর দলে অংশগ্রহণ করেন মানিক দেওয়ান (সহ:শিল্পী), ছোট খালেক দেওয়ান (হারমোনিয়াম), রাকিবুল হাসান নয়ন (বাংলাঢোল), শফিকুল ইসলাম (বাঁশি), হালিম (অক্টোপ্যাড) এবং শিষ্যের দলে ইব্রাহীম (সহ:শিল্পী), সুমন দেওয়ান (হারমোনিয়াম), সালাম (বাংলাঢোল), নাজমুল (অক্টোপ্যাড), বিল্লাল (বাঁশি), মন্দিরায় রনি প্রমুখ।
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন