Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘরে 'পালাগান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-04-17
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চতুর্থদিন।
May be an image of 3 people, dais and text that says "স্বাগতম ন্যান রোদের नन ভোারে বাষ এলা সবার ঘরে। ুভনরব১৪৩১ ১৪৩১ সালরদিসবালী তিহ্বাবাং বৈশাখী মেলা সাংস্কৃতিক অনু্ঠান শুভ উব্ধনী প্রধান অুভিথি ১৪৩১ 한원라인 মিশরতিধি:জন মভিব সভ্ভরণতি:ড A-6"
 
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে 'পালাগান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচনা বক্তব্য রাখেন স্বনামধন্য বাউলশিল্পী আরিফ দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
May be an image of 6 people, flute and text that says "নড়ুন রোদের নতুন ভোারে Y বৈশখ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্াবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ ান साम সাংস্কৃতিক অনুষ্ঠান ইজাহার আ.সফেরেডিবিম সংফ্র্রেভিবিম লল আ মপি রহ্ লোক মন্তর"
সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরু-শিষ্যের পালাগান পরিবেশিত হয় এতে গুরুর ভূমিকায় পালাগান উপস্থাপন করেন শিল্পী আরিফ দেওয়ান এবং শিষ্যের ভূমিকায় শিল্পী রোজিনা দেওয়ান। অন্যান্যের মধ্যে গুরুর দলে অংশগ্রহণ করেন মানিক দেওয়ান (সহ:শিল্পী), ছোট খালেক দেওয়ান (হারমোনিয়াম), রাকিবুল হাসান নয়ন (বাংলাঢোল), শফিকুল ইসলাম (বাঁশি), হালিম (অক্টোপ্যাড) এবং শিষ্যের দলে ইব্রাহীম (সহ:শিল্পী), সুমন দেওয়ান (হারমোনিয়াম), সালাম (বাংলাঢোল), নাজমুল (অক্টোপ্যাড), বিল্লাল (বাঁশি), মন্দিরায় রনি প্রমুখ।
 
May be an image of 12 people and text
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন
 
May be an image of 5 people, flute, violin and text that says "ጣ পলেরদিনব্যাণী ঐতিহ্যবাহী বৈশখী মেলা ও সাংস্কাতক 어말이기 ১৪৩১ শুভ অবরবধ উদ্রোেধনী ও সাংক্কৃতিক অনুষ্ঠান প্রধা ন নাহিদ ইজাহার খান, এমপি মাননীয় প্রতিম্ত্রী, সংক্ৃতি বিষয়ক মন্ত্র মন্ত্রণালয় জনাব খলিল আহমদ বসংফুতি বিষয়ক মত্তণালয় আমিনুর রহমান সুলতান বাংলাদেশ লোক কারুশিল্প কাউতেেশন বাক ও কারুশিল্প ফাউন্ডেশন ক মন্ত্রণালয়"