নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম গৌরবোজ্বল জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ-সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ-আল-কায়সার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সোনারগাঁও পৌরসভা, প্রেস মিডিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ। দিনব্যাপী আয়োজনে ছিল শিশু চিত্র প্রদর্শনী ও দেশের প্রথিতযশা শিল্পীদের অঙ্কিত জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শনী।
সাগর অনন্তের সার্বিক সঞ্চালনায় বৈকালিক অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুল, কিন্ডার গার্টেনের ছাত্র-ছাত্রী এবং জয়নুল পাঠশালার ছোট্ট সোনামণিদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশুদের কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার-টেলিভিশনের স্বনামধন্য শিল্পী আনিসা, পান্না ইসলাম, এস এ আকাশ, তাসমিম জামান স্বর্ণা, সীমা মজুমদার, প্রাপ্তি, আইনাল হক বাউল ও তার দল এবং জয়নুল পাঠশালার ছোট্ট সোনামণিগণ। বিপুলসংখ্যক দর্শক বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ৯৯তম জন্মোৎসবের অনুষ্ঠানমালা উপভোগ করেন।