নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২মাঘ ১৪২৫ বঙ্গাব্দ, ১৫ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ থেকে শুরু হবে এবারের বিজয়ের লোকজ উৎসব। লাইব্রেরি ভবনের সভাকক্ষে প্রচারেই প্রসার এই লক্ষ্য নিয়ে প্রচার ও বিলুপ্তির হাত থেকে লোকজ উপাদান রক্ষা করার উপায় নিশ্চিত করা এবং লোকজ উৎসবের অনুষ্ঠানমালা বর্ণাঢ্যভাবে আয়োজনের সার্বিক দিক নিয়ে সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ।
দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে মাসব্যাপী উৎসবে নতুন প্রজন্মের কাছে লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি তুলে ধরার প্রত্যয়ে এবার মেলায় স্টলের সংখ্যা ১৭০টি, কর্মরত কারুশিল্পী প্রদর্শনী স্টল ৩০টি, এছাড়া হস্তশিল্প ৫০টি, পোশাক-৩৩টি, স্টেশনারী-৩০টি, খাবার-১৭টি, মিষ্টির স্টল-১০টি। মাসব্যাপী লোকজ উৎসব ২০১৯ এর অনুষ্ঠানমালায় থাকবেÑ বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রজারগান, লালন সঙ্গীত, মাইজভা-ারী, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতীগান, লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগীতি, যাত্রাপালা, সেমিনার আয়োজন, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি।