Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘরে ‘লালন-রাধারমণ-হাসন : উত্তরাধুনিক জীবনদর্শনের আলোকে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-04-16

May be an image of 1 person, dais and text

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয়দিন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে ‘লালন-রাধারমণ-হাসন : উত্তরাধুনিক জীবনদর্শনের আলোকে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
 

May be an image of 3 people and text that says "নতুন রোদের নতুন ভোারে বৈশাখ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভনববধ ১৪০ সাংস্কৃতিক ក ই। বপি মিনু বলাদেশ লোক l থকত क WFNA নন্ডশন"

May be an image of 1 person, violin, flute and text that says "পনেরোদিনব্যাপী ঐতিহ্াবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ নববধ বধর্ল১৪৩১ উত্বোধনী ও সাং্কৃতিক অনু্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহার খা মাননীয় প্রতিমত্রী সংক্ষেতি বিময়ক বিশেষ অতিথি :জনাব 8 খলিল আহমদ সংল্ৃেড়ি বিষবয়ক মন্ত্রণালয় ড. আমিনুর রহমান পরিচানক বাংলাদেশা লোক কারুশিল্প সভাপতি বাংলাদেশ লোক ও কারুমি সংক্কৃতি সং বিষয়ক মন্ত্রণালয়"

May be an image of ‎4 people, clarinet, oboe, violin, flute and ‎text that says "‎مم و م D ር বৈাখ এলো সবার ঘরে। ਹভੂ পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংক্কতিক অনুষ্ঠান ববধন ১৪৩১ মাধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হদ ইজাহার খান, এমপি প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্র ণলয় 5. আমিনুর রচাপক, বাংলা্ নশ 피까도 MXXX‎"‎‎

May be an image of ‎4 people, people dancing, violin and ‎text that says "‎米感 বৈশখ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংক্ৃতিক অনুষঠান শুভ নরবধ ১৪৩১ উদ্বোধনী 31 সাংস্কৃতিক অনুষ্ঠান ন অতিথি হিদ ইজাহার খান, এমপি য় প্রতিমত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লিল আহমদ বিষয়ক মত্রণালয় নহমান সুলতান কারুশিল্পা কাউভেডশান সভা Vir כשקדחורי কশিল্প ফাউনে নয়‎"‎‎

সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন-রাধারমণ-হাসন রাজার গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ডলি মন্ডল, রাধারমণের গান পরিবেশন করেন শিল্পী মাকসুদুর রহমান দিপু হাসন রাজার গান পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।