বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয়দিন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে ‘লালন-রাধারমণ-হাসন : উত্তরাধুনিক জীবনদর্শনের আলোকে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন-রাধারমণ-হাসন রাজার গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ডলি মন্ডল, রাধারমণের গান পরিবেশন করেন শিল্পী মাকসুদুর রহমান দিপু হাসন রাজার গান পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।