নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসবে ‘নৌকা বাঙালির বাহন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জগতের সকল আঁধার অমঙ্গল বিদূরীত করে জ্বলে উঠুক মঙ্গলপ্রদীপ শিখা-এ ব্রত নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সোনারতরী লোকমঞ্চে বিশিষ্ট লেখক বিলু কবীর ‘নৌকা বাঙালির বাহন’ শীর্ষক সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ^বিদ্যালয়ের বাংলাবিভাগের চেয়ারম্যান ড. রকিবুল হাসান।
উল্লেখ্য যে, এবার মেলায় সর্বমোট স্টলের সংখ্যা ১৭০টি। কর্মরত কারুশিল্পী প্রদর্শনী স্টল ৩০টি; এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬০জন কারুশিল্পী তাঁদের হাতে বাহারি কারুপণ্য তৈরি, প্রদর্শনী ও বিপণনে অংশ নিয়েছেন। এ বছর সিলেট ও মুন্সিগঞ্জের শীতলপাটি, নওগাঁ, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখেরহাঁড়ি ও মুখোশ, ঢাকার শাঁখাশিল্প ও মৃৎশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের কাঠের চিত্রিত হাতি ঘোড়া পুতুল কারুশিল্প, নকশিকাঁথা, বেতের কারুশিল্প, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি, বান্দরবান ও সিলেটের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্পী, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল ইত্যাদি। এ ছাড়া হস্তশিল্পের স্টল ৪৮টি, (খ) পোশাক শিল্পের স্টল ৩৩টি (গ) স্টেশনারী ও কস্মেটিকস ৩০টি, (ঘ) খাবার ও পানীয় ১০টি (ঙ) মিস্টির স্টল ১০টি।
আজ গ্রামীণ খেলার মাঠে সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে লোকজীবন ও লুপ্তপ্রায় গ্রামীণ খেলা প্রদর্শিত হয়। বৈকালিক বাউল গানের আসরে শিল্পী গোলাপী, লন্ডন প্রবাসী শিল্পী মামুন, স্বর্ণা মজুমদার, সীমা মজুমদার, এস এ আকাশ প্রমুখ শিল্পী লোকসংগীত পরিবেশন করেন।
সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সাগর অনন্তের উপস্থাপনায় ‘মধুসন্ধ্যা, শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালা উপভোগ করেন।