Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৯

সোনারগাঁও জাদুঘরে তিনদিনব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসবের শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-04-12

২৯ চৈত্র, শুক্রবার ১৪২৫ বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বর্ষবরণ উৎসব উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে চৈত্রবিদায় নিচ্ছে। আগামীকাল চৈত্রসংক্রান্তি। ফাউন্ডেশন প্রাঙ্গণে বাঙালির নিজস্ব সংস্কৃতির আবাহনে চৈত্রসংক্রান্তি উদ্যাপন উপলক্ষে তিনদিনব্যাপী মেলা আজ থেকে শুরু হয়েছে। এতে কর্মরত কারুশিল্পী প্রদর্শনীসহ কারুপণ্যের বিভিন্ন ধরনের তৈজসপত্র, খেলনা, মুড়ি-মুড়কি, মিঠাই ম-ার পসরা বসেছে। এতে বায়স্কোপ, পুতুলনাচ, গ্রামীণ খেলা ইত্যাদি চিত্তবিনোদনের ব্যবস্থা রয়েছে। এ উপলক্ষে কারুশিল্পী পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী চৈত্রসংক্রান্তি, বৈশাখীমেলা ও বর্ষবরণ উৎসবের শুভ উদ্বোধন করেন ভাষাসংগ্রামী, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শাহেদ কায়েস। 


কবি আফরোজা কণার সার্বিক সঞ্চালনায় বৈকালিক লোকগানের আসরে শিল্পী লাভলী শেখ, স্বর্ণা, সীমা, প্রাপ্তি এবং জয়নুল পাঠশালার ছোট্ট সোনামণিগণ অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যকদর্শক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালা উপভোগ করেন।