নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১৯ এর শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ।
মাসব্যাপী এই মেলা ও লোকজ উৎসব চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের বিশেষ আকর্ষণ তামা-কাঁসা-পিতল শিল্প শীর্ষক বিশেষ প্রদর্শনী, কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারি পণ্য সামগ্রীর সমাহার মাননীয় প্রতিমন্ত্রী পরিদর্শন করেন।
এবার মেলায় সর্বমোট স্টলের সংখ্যা ১৭০টি, কর্মরত কারুশিল্পী প্রদর্শনী স্টল ৩০টি, এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬০জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এ বছর সিলেট ও মুন্সিগঞ্জের শীতল পাটি, নওগাঁ, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মুখোশ, ঢাকার শাঁখাশিল্প ও মৃৎশিল্প, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের কাঠের চিত্রিত হাতি ঘোড়া পুতুল কারুশিল্প, নকশিকাঁথা, বেতের কারুশিল্প, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি, বান্দরবান ও সিলেটের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্পী, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল ইত্যাদি। এছাড়া হস্তশিল্পের স্টল ৪৮টি, (খ) পোশাক শিল্পের স্টল ৩৩টি (গ) স্টেশনারী ও কস্মেটিকস ৩০টি, (ঘ) খাবার ও পানীয় ১০টি (ঙ) মিস্টির স্টল ১০টি। মাসব্যাপী লোকজ উৎসব ২০১৯ এর প্রতিদিনের অনুষ্ঠানমালায় থাকবেÑবাউলগান, পালাগান, কবিগান, যাত্রাপালা, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রাজারগান, লালন সঙ্গীত, মাইজভা-ারী, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শরিয়তী-মারফতীগান, লোককবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, কাঠের কারুশিল্পের প্রদর্শনী, লোকজজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগান, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি।
সাগর অনন্তের সার্বিক সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন সমীর বাউল, শিল্পী আনিসা, শিল্পী ¯িœগ্ধা রীতা, শিল্পী আইনাল হক বাউল তার দল, এস এ আকাশ, প্রাপ্তি, স্বর্ণা প্রমুখ।
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠান উপভোগ করেন।