বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে 'মালজোড়া গান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ শীর্শক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ফোকলোর গবেষক সুমন কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরু-শিষ্যের 'মালজোড়া গান' পরিবেশিত হয় এতে গুরুর ভূমিকায় মালজোড়া গান উপস্থাপন করেন বাউল সূর্যলাল এবং শিষ্যের ভূমিকায় বাউল সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে মালজোড়া গানে অংশগ্রহণ করেন আলী আকবর, জাকির হোসেন, শফি উদ্দিন, মনসুর আলী প্রমুখ।
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।