Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘরে 'মালজোড়াগান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-04-20
May be an image of 4 people, dais and text
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে 'মালজোড়া গান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ শীর্শক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ফোকলোর গবেষক সুমন কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
May be an image of 4 people, dais and text that says "নমণ রাদর নতন ভরে বৈশাথ এলো সবার সরে। পনেরোদিনব্াপ্ী ঐতিহ্যবাই বৈশাখী মেলা 13 সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ নববধ ১৪৩১ উদো্বোধনী সাংক্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহার বিজয়ন এমপি সস্গালয় রিশেষঅতিথি জনাব খলিল অতিঃজআমিনররহ্মালমল্ান পতি: আমিনুর রহরন পোক কারাণ মকাট্িাডসান বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃুতিত বিষয়ক মন্ত্রণালয়"
সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গুরু-শিষ্যের 'মালজোড়া গান' পরিবেশিত হয় এতে গুরুর ভূমিকায় মালজোড়া গান উপস্থাপন করেন বাউল সূর্যলাল এবং শিষ্যের ভূমিকায় বাউল সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে মালজোড়া গানে অংশগ্রহণ করেন আলী আকবর, জাকির হোসেন, শফি উদ্দিন, মনসুর আলী প্রমুখ।
May be an image of ‎6 people and ‎text that says "‎नन রোদের নতুন বৈশখ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্াবাহী বৈশাষী মেলা 3 33 সাংকুতিক অনসুষ্ঠান শুভ নববধ্১৪৩১ নববধ ১৪৩১ উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি: নাহিদ ইজাহার খান, এমপি مره TиeHH বিশেষও তিথি জানাব খালিশ আহমদ চপততি ভ. আমিনুর রহবান ਗुझा পকি্চালক, কারবিয়্প বাংলাদেশ লোক কারুশিল্প সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়‎"‎‎
বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।
 
May be an image of ‎4 people, dais and ‎text that says "‎নতুন রোদের من 16 বৈশাথ এলো সবার ঘরে। পনেরেদিনব্যাপী ঐতিহ্যবাহী বেশাখী মেলা ও সাংস্কতিক অনুষ্ঠান শুভ ভনববধ১৪৩১ নববধ ১৪৩১ উহ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহার খান, এমপ প্রতিিম্রী, সংক্ৃতি বিময়ক মনত্ত্রপালয় বিশেষ অতিথি জনাব খলিল আহমদ বিষয়াক বিষযামতপাদর মজগালয় ভাপতি ড. আমিনুর রহমান সুলতান পল্ধালক, বালোাদেশ লোক কাকণিল্প ফাউহ্পন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউ ংস্কৃতি বিষয়ক মত্ত্রণালয়‎"‎‎