মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের পাদদেশে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। এরপর বঙ্গবন্ধু মঞ্চে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফাউন্ডেশন পরিচালক ড. আহমেদ উল্লাহ।