নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আসন্ন বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উৎসবের প্রস্তুতি উপলক্ষে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাসব্যাপী কারুশিল্পের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ কর্মশালা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণীয় বাণী সমূহ জাদুঘর প্রাঙ্গণে বিভিন্ন স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
প্রশিক্ষণ কোর্সে নকশিকাথা, নকশি হাতপাখা ও পাটজাত কারুপণ্যের উপর ৬০জন প্রশিক্ষণার্থীকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য লোক সংগীত শিল্পীগণ অংশ নেন।