Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জানুয়ারি ২০২০

সোনারগাঁও জাদুঘরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫ তম জয়ন্তী উদযাপিত


প্রকাশন তারিখ : 2020-01-07

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জয়নুল চত্বরে এদেশের মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জয়ন্তী উদযাপনে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিল্পাচার্য জয়নুল আবেদিনের কর্মময় জীবন নিয়ে আলোচনা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, লোকজ নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 

ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পাচার্যের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশবরেণ্য শিল্পী হাশেম খান। চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  শিল্পাচার্য পরিবারের সদস্য ও প্রখ্যাত শিল্পী মিসেস সামিনা নাফিস ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: শামসুল আলম আজাদ। অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী গোলাপী, শিল্পী রাফি তালুকদার এবং সোনারগাঁও অঞ্চলের ছোট্ট সোনামণিগণ নৃত্য পরিবেশন করেন। 

বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।