সোনারগাঁও জাদুঘরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
প্রকাশন তারিখ
: 2019-02-22
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বঙ্গবন্ধু চত্বরে ভাষা শহীদদের স্মরণে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ-এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী।
সাগর অনন্তের সার্বিক সঞ্চালনায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে জয়নুল পাঠশালার ছোট্ট সোনামণিদের উপস্থাপনায় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আফরোজা কণা, দু’দিনের অনুষ্ঠানে শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী, নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বনামধন্য শিল্পী রীতা, আফসানা হক ইমু, তাসনীম জাহান স্বর্ণা, সীমা, তন্বী, বৃষ্টি প্রমুখ ভাষার গান পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানমালা উপভোগ করেন ।