Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০২৪

সোনারগাঁওয়ে বসে 'কমলা রানী ও সাগর দিঘি' পালার আসর। এ বিষয়ে 'কিসসা পালার বয়াতি ও পরিবেশনায় বহুমাত্রিক চরিত্রের বিস্তার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2024-04-23
May be an image of 3 people, flute, dais and text that says "পতে শুদ স্কৃতিক অনুষ্ঠান ১৪ নতুন রোদের নতুন ভোারে রৈাখ এলো সবার ঘরে। পী ঐতিহ্যবাহী বৈশাখী নববধ ও সাংস্কশি নাহিদ নলীয় প্রতিগ ননাব 4 চব,সংকতি সংক্ৃুছি চব, আমিন চালোক,বাংলার চালক, বাংলা এম ালয় መወሪጥሻ দশ মতিবি বি"
May be an image of 4 people, dais, temple and text
১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নবম দিনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে 'কিসসা পালার বয়াতি ও পরিবেশনায় বহুমাত্রিক চরিত্রের বিস্তার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
 
May be an image of 5 people, dais and text that says "নহন রামেরে नान (87S রোলাाখ মার পরে। পনরেমিনবাদী ঐতিহ্াবাহী বৈশাখী মেলা সাংকৃতিক অনুষ্ঠান শুভ শুভন্ববধ'১৪৩১ নরবধ ১৪৩১ উহো্বনী সাংস্ৃতিক অনুষ্ঠান প্রখান বরবিলাহিদাখ নাহিদ ইজাহার খান, এমপি रमही, বিমল সরণরাদর খল্লাআহমদ বিশেষ বাংলাদেশ লোক 6 কারুশিল্প ফাউডে্ডেশন সংক্কৃুতি বিষয়ক মর্রনালয়"
May be an image of 7 people, flute, violin and text that says "MAANE MWNN নতুন রোদের নতুন ভোারে বৈশাথ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা 3 সাংস্ৃতিক অনুষ্ঠান শুভ ধববধ ১৪৩১ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাহিদ ইজাহার খান, এমপি নিনীয় প্রতিমন্ত্রী, সংক্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হনাব খলিল আহমদ বিষয়ক মঙ্াণালয় আমিনুর রহমান সুলতান বাংলাদেশ লোক কারুশিলাফাটিডেশন কারুশিল্প ফারঁউিনশন 배수테! বি নাক ও কারুশিল্প ফাউ YAMAHA কি মন্ত্রণালয়"
সেমিনার শেষে লোকজ মঞ্চে প্রখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি ও তার দলের উপস্থাপনায় 'কমলা রানী ও সাগর দিঘি' কিসসা পালা পরিবেশিত হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার দর্শক ফাউন্ডেশন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেন।
May be an image of ‎4 people, flute, violin and ‎text that says "‎WA ד-ש- রোদোর हন তরে শৈলাখ বলো সবার ঘরে। শুভ নববধ ১৪৩১ পনেরোদিনব্যাপী ঐতিহ্াবাহী বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান উত্বোধনী ও সাংক্ষতিক অনুষ্ঠান প্রধান প্রখানঅতিথি: অতিথি নাহিদ ইজাক বিক্ তিথি জনব খলি এমপি পতি :ড. আমিনম ববिচা, ংলাদেশ সক্কৃতি কি CYABAA‎"‎‎