সোনারগাঁওয়ে বসে 'কমলা রানী ও সাগর দিঘি' পালার আসর। এ বিষয়ে 'কিসসা পালার বয়াতি ও পরিবেশনায় বহুমাত্রিক চরিত্রের বিস্তার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রকাশন তারিখ
: 2024-04-23
১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নবম দিনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান-এর সভাপতিত্বে বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চে 'কিসসা পালার বয়াতি ও পরিবেশনায় বহুমাত্রিক চরিত্রের বিস্তার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার।
সেমিনার শেষে লোকজ মঞ্চে প্রখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি ও তার দলের উপস্থাপনায় 'কমলা রানী ও সাগর দিঘি' কিসসা পালা পরিবেশিত হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার দর্শক ফাউন্ডেশন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেন।