সোনারগাঁও জাদুঘরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশন তারিখ
: 2024-03-26
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। ঐতিহাসিক সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভাস্কর্য এবং বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান এর সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ-সদস্য আব্দুল্লাহ-আল-কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ সোনারগাঁ: জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ; বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সাবেক ডেপুটি কমান্ডার: সোনারগাঁ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান; সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ: স্বেচ্ছাসেবক লীগ: ছাত্র লীগ-এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মহান স্বাধীনতা উৎসবের প্রাক্কালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস্ ফাউন্ডেশনের সভাপতি নূর নাহিয়ান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একেএম মুজ্জাম্মিল হকের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বাচিক শিল্পী মাহী আশফাক কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বাউল শিল্পী আলম দেওয়ানের কন্ঠে দেশত্মবোধক গান পরিবেশিত হয়। বিপুলসংখ্যক দর্শক স্বাধীনতা উৎসবের স্মারণিক অনুষ্ঠানমালা উপভোগ করেন।