বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উদযাপন
প্রকাশন তারিখ
: 2024-03-13
৪৮ পেরিয়ে ৪৯ বছরে পদার্পণ করেছে এই গৌরবান্বিত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আজ প্রথমবার অনুষ্ঠিত হলো ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথমেই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। আলোচনায় অংশনেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আশরাফুজ্জামান অপু, ফাউন্ডেশনের উপপরিচালক জনাব একেএম আজাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই লোক ও মাটির গান পরিবেশন করেন শিল্পী আবুল বাশার তালুকদার । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন অফিসার জনাব এ কে এম মুজ্জাম্মিল হক।