Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে 'কবিগানের উৎস ও পরম্পরা' নিয়ে আলোচনা ও কবিগানের আসর আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-04-28
May be an image of 4 people, dais, temple and text
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে লোকগানের আসর। তারই ধারাবাহিকতায় ১৪তম দিন শনিবার বিকেল ০৪:০০ ঘটিকায় লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে 'কবিগানের উৎস ও পরম্পরা' নিয়ে সেমিনার আনুষ্ঠিত হয়।
 
May be an image of ‎5 people, dais and ‎text that says "‎নতুন রোদের নতুন ভোারে কৈশাখ এলো সবার ঘরে। পনেরদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কতিক অনু্ঠান শভ উদে নববধা ১৪৩১ সাংস্ৃতিক শধান অতি নাহিদ ইছ নীয় প্রতি পাব রষ খান, এমপি দ্াণালয় 0ه‎"‎‎
 
May be an image of 4 people, temple and text
 
May be an image of 5 people, flute, dais and text that says "নতুন রোদের নতুন ভরে বৈশখ এলো মবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষঠান শুভ উদ্ধেও ও সাংস্কৃতিক অনুষ্ঠান নবধ ১৪৩১ উচ্ছে শধান শধ্ানঅতি অতি নাহিদ ইজাহার খান এমপি প্রতিমত্ী, তিবিষয়কম্রণালির মত্ত্রণালয় খলিল আহমদ মজণালর মনুররহমান মনূর রহমান সুলতান গলাক কারশিল্প কর্রমর্রশন লাক ও কারুশিল্প ফাউন্ডেশন য়ক মত্র্রণালয়"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব খলিল আহমদ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লোকসংস্কৃতি গবেষক ড. জেসমিন বুলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক, লোকশিল্প গবেষক, চিত্রশিল্পী এ কে এম আজাদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালকের একান্ত সহকারি (পিএ) মো. সরোয়ার হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, কবিগান আমাদের লোকশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের দেশ-মাতৃকার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির পুনর্জাগরণে কবিগানের সর্বজনীন ধারাকে অব্যাহত রাখতে হবে। কবিগানে দেশাত্মবোধ, দুর্ভিক্ষ-মনন্তর, উপনিবেসিক বিরোধী আন্দোলন, স্বাধীনতা-সংগ্রাম, জীবন-জীবিকা, প্রেম-বিরহ, হাসি-কান্না, সুখ-দুঃখ কবিগানে উঠে এসেছে সপ্রতিভব অনুভবে।
 
May be an image of 2 people, violin and text that says "বৈশাখ এলো সবার যয় পনেরোদিনব্যাপী ঐতি্হ্যবাহী বৈশাখী মেলা ខ সাংস্ৃতিক অনুষ্ঠান শুভ নববস মববধর্১৪৩১ ১৪৩১ নী ও সাংস্কতিক অনুষ্ঠান প্রধানমল নাহিদ ইজাহার খান, এমপি তিম্ত্রী, সংকৃতি বিষয়ক ম্রণালয় খলিল আহমদ বিষয়ক মত্রণালয় আমিনুর রহমান সুলতান মারচালক, বাংলাদেশ লোক কাকশিল্পহাততেশন কাটডেশন কারুশিয়্প 행나수비! দশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিষয়ক মন্ত্রণালয়"
May be an image of 2 people and dais
সেমিনার শেষে লোকজ মঞ্চে দিনাজপুরের কবিয়াল নির্মল সরকার ও দিতি সরকারের পরিবেশনায় 'শ্বশুর-বৌমা' শিরোনামে কবিগানের লড়াই অনুষ্ঠিত হয়। এ সময় বাদ্যযন্ত্রে সওগাত করেন কীবোর্ডে-বকুল, বাংলাঢোলে-ধীরেন, কাঁশিতে রাজকুমার প্রমুখ। উল্লেখ্য, আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ স্বনামধন্য যাদুশিল্পী পি.সি. সাহার যাদু পরিবেশনা।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত সেমিনার ও কবিগান উপভোগ করেন।