Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘর আয়োজিত বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-04-29
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন।
May be an image of ‎4 people, dais and ‎text that says "‎အမှ်ော် בעשף রোদেরে م CTeN কৈাথ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্ৃতিক অনু্ঠান শুভ হনবধ্স১৫৩১ নববধ 8ంఏ উনে সাংস্কি মুষঠান প্রধান অরতি নাহিদ হার খান, মনুনীয় প্রলির রষয়ক মন্গ বিশেষ‎"‎‎
আজ স্বনামধন্য কবি, ফোকলোরবিদ, প্রাবন্ধিক, লেখক, গবেষক, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে বিকেল ০৩:৩০ ঘটিকায় “বাংলাদেশের আঞ্চলিক গানের বৈচিত্র্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি শাহেদ কায়েস। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ। মেলার বিশেষ আকর্ষণ ফাউন্ডেশনের কারুশিল্পগ্রামে 'লোক ও কারুশিল্প চর্চা চত্বর' উদ্বোধন। উল্লেখ্য, এবার মেলায় গ্রাম-বাংলার কারুশিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন রাজশাহীর শখের হাঁড়িশিল্পী সুশান্ত পাল, রিকশা ও রিকশাচিত্রশিল্পী এস.এ মালেক, জামদানি শিল্পী ইব্রাহিম, দারুশিল্পী আব্দুল আওয়াল মোল্লা, বীরেন্দ্র সূত্রধর; শোলাশিল্পী শ্রী নিখিল মালাকার, নকশিকাঁথা শিল্পী পারভীন আক্তার, হোসনে আরা বেগম, ঝিনুকশিল্পী মো. নূরুল ইসলাম, বাঁশ-বেত কারুশিল্পী পরেশ চন্দ্র দাস, হাতপাখা কারুশিল্পী বাসন্তী সূত্রধর, শতরঞ্জি শিল্পী আনোয়ার হোসেন এবং উদ্যোক্তাসহ ৩২টি স্টলে ৬৪জন প্রথিতযশা কারুশিল্পী।
 
May be an image of 4 people, dais and text that says "পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাইী বৈশাখী মেলা ও সাংস্কাতক অনুষঠান শুভ নববধর্১৪০১ নববধ 589) উদ্বো াংস্কৃতিক অনুষ্ঠা তিথি হিদ ইজাহার তিমন্রী, সংস্কৃতি বিশ্ষে খলিল বিষয়ক এমপি নুর রহ দেশ লোক"
 
May be an image of ‎4 people, temple, dais and ‎text that says "‎নয়ন রোদের নতুন ভোারে কশা্খ এলো সবার ঘরে। পনেরোনিনবাগী তিহাবাহী বৈশাখী মেলা ও সাংস্ৃতিক অনু্ঠান শুভ উত্বোেধনী সাংস্কৃতিক অনুষ্ঠান לטסל প্রধান অতিথি নহিদ ইজাহার খান, প্রতিমতী, সং্কতি বিষয়ক ম্ন্ত্রণাদ বিশেব্বঅতিথি :জনাব খলিল আহমদ বিনয়ক মঅব্যাদর সভাপতি: সাশতিত:ড.আমিনরয়মানশূলনত্া আমিনুর রহমান সংস্কৃতি সংস্কৃতিমিষয়কস্রনালয় বিষয়ক মন্ত্রণালয়‎"‎‎
 
May be an image of 3 people, dais and text that says "নয়ুন রোদের নযুন ভারে ককশাথ এলো সবার ঘরে। পনেরেদিনব্যালী ঐতিহাবাহী বৈশাখী মেলা 3 সাং্ৃতিক অনুষ্ঠান শুভ উদ্রোধনী ও সাংস্ৃতিক অনুষ্ঠান নববধ ১৪৩১ প্রধান অতিথি নাহিদ ইজাহার খানু এমপি বিশেতিথি জনাব খলিল সভাপতি:ড. আমিনর রহম পর্যান্ক, বাংলাদেশ লোক ও কার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 特"
 
May be an image of 6 people, dais, temple and text that says "নমযুন রোদের নতুন ভ্ারে কশাথ এনো সবার ঘরে। পনেরোদিনবযালী ঐতিহাবাহী বৈশাখী মেলা ও সাংস্কতিক অনুষ্ঠান শুভ নববধ ভনববধর১৪৩১ ১৪৩১ উবোবোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি: নাহিদ ইজাহার খান, এমপি মাননিয় প্ভিমন্রী সংক্ৃতি বিষয়ব মন্রণালয় বিশেষঅতিথি অতিথি জনাব খলিল ডমਂ বিবয়ক সভাপতি: ড. আমিনর রয় RMIOI নালেশ লোন বাংলাদেশ লোক 3 সংস্কৃতি বিষয়ক মন্ত্র ন্ডেশন"
 
আরো উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সুযোগ্য পরিচালক মহোদয়ের প্রাণান্তকর প্রচেষ্টার ফলশ্রুতিতে এই প্রথমবারের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো পক্ষকালব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
 
May be an image of 4 people, violin, clarinet, flute and text that says "WAW নতুন রোদের নষুন ভারে বৈশাখ এলো স্বার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ নববধ ১৪৩১ বী ও সাংক্কৃতিক অনুষ্ঠান আমি নাহিদ ইজাহার খান, এমপি প্রতিমত্রী, সংক্ৃতি সংক্কৃতি.বিষয় বিষয়ক মন্রণালয় ব খলিল আহমদ বিষয়ক মত্াণালয় মিনুর রহমান সুলতান লোক অুক্কালাললফাউিলেন কারুশিল্পা ফা্উতেশন বিশেস কারশিল্প ফা য়ক মন্ত্রণালন 오정"
 
May be an image of one or more people
আজকের বৈকালিক সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী কাজল দেওয়ান, আক্কাস দেওয়ান, উজ্জ্বল দেওয়ান, স্মৃতি দেওয়ান প্রমুখ।
 
May be an image of 4 people, violin and text that says "বৈশাথ এলো সবার ঘরে। পনেরোদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্ৃতিক অনুষ্ঠান শুভ সবধর্ল১৪৩১ সববধ ১৪৩১ নি ও সাংক্কৃতিক অনুষ্ঠান বথধা হিদ ইজাহার খান, এমপি প্রতিমনত্ত্রী, সংক্কৃতি বিষয়ব মন্ত্রণালয় ব খলিল আহমদ বিযয়্কমপর মজণ্ালয় মিনুর পাপলোক লোক কাকুনিল্প রহমান সুলতান ক ও কারুশিল্প ফাউবে খয়ক মন্ত্রণালয়"
May be an image of 4 people, dais, temple and text that says "স্বাগ ঐহিহ্বাহী মেলাও 8งฮ 가채모,그9 대치음이(동 नणन রোদের নয়ুন ভোারে কৈনাথ এলো সবার ঘরে। পানেরেদিনব্যালী ঐতিহ্াবাহী বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪৩১ শুভ উতো্বোধনী শুভনরবধ ও সাংস্কৃতিক প্রধান অতিথি নাহিদ ইહ বানিনিয়প্রেতিমज্ী, বিকেশেম বিস্লঅতিথি জনাব খালিন তिदিपর সणিति, বিসিমি:জনলি ভিবিম সভাপতি: ড. আমিনুর পর্িদালক, মপি বাংলাদেশ সংস্কৃতি :ข"