জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রাসেল ভাস্কর্যে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের কর্মসূচির সূচনা হয়। ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক জনাব কাজী নূরুল ইসলাম।