Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০২৪

সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে “বিক্রমপুরের গাজীর পট” নিয়ে আলোচনা এবং পটুয়া সঙ্গীতের আসর বসে।


প্রকাশন তারিখ : 2024-04-26
May be an image of 3 people, dais and text that says "নতুন রোদের নতুন ভোরে বৈশাখ এলো স্বার ঘরে। পনেরোলি:- স্বাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা စ်မ -SEOs ও সাংস্কৃতিক ਮভ বরব সাংস্কৃতির যাহিদ নীয় প্র নাব সংন্ধু আমি পরিচালক, বাংল খান, মন্ত্রণান মন্ত্রণার দেশ ਲे বি ፲ ๑๖ ফাউ"
May be an image of 3 people, dais, temple and text that says "নয়ন রোদের ন্মুন ভারে টশাখ এলো সরার ঘরে। পানরদিনবাগী ঐতিহাবাহী বৈশাষী মেলা সাংক্কৃতিক অনুষ্ঠান ১৪৩১ শুভ উছ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহার সংকৃতি ਤੋਚय বিশেষ্াঅতিখি বিশেষ অতিথি জনাব খলিল আহমদ সভতপতি:ড. ড. আমিনুর বরহমান সলতা পব্স্লক ভরশিল্প বাংলাদেশ লোক কারুশিল্প সংক্কৃতি বিষয়ক মন্ত্রণালয়"
বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে ভিন্ন ধরনের আয়োজনে লোক গানের আসর। ১২তম দিন বুধবার বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে "বিক্রমপুরের গাজীর পট” নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। সেমিনারে মূল প্রবন্ধ নিয়ে আলোচনা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের উচ্চমান সহকারী মিজানুর রহমান।
 
May be an image of 3 people, dais and text that says "নযুদ ররদের নযুন ভরে বৈশাখ এলো সার ঘরে। পনেরেদিনন্যাী ঐতিহাবাইী বৈশাধী মেলা ও সাংস্কতিক অনুপ্দান শুভ উহ্বোধনী শুভনববধ সাংক্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি নাহিদ ইজাহার খা ভিমাशরী, সংত্ৃনতি বিষয়্র বিশেষঅতিলি জনাব খলিল কিালায়িি:জ্লািম আহ বিথ্রাক সভাপতি: ড. আমিনর রহম প্র্িগলত বাংলাদেশ বাংলাদেশলোক লোকও সংক্কৃতি বিষয়ক"
May be an image of 7 people and text that says "NAXBYXX নতন ছুমেরে রোদের নয়ুন ሞር বৈশাথ এলো মবার কোাধালমারর ঘরে। পনেরোদিনবাপী ঐতিয় শুভ নব ধানভ ৩১"
সেমিনার ও আলোচনা শেষে লোকজ মঞ্চে বিক্রমপুরের মঙ্গল মিয়া গায়েন ও তার দলের পরিবেশনায় মুখরিত হয়ে উঠে সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার দর্শক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা ও বাংলার পটুয়া সঙ্গীত উপভোগ করেন।
 
May be an image of ‎4 people, flute, temple and ‎text that says "‎اقا যবার ঘরে। Seobo তহাবাহী বৈশাহী মেলা ববখ সাংসককিন অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাহিদ ইজাহার খান કवयয়ল মন্ত্রদ্য জনাব খালিল อค আর্ :ড আমিনুরপ রহমা পনিচান, 周好地 লাদেশ লোক কারু কৃতি বিষয়ক মন্রণা স্বাগতম ঐহিহ্াবাহী মেলা C‎"‎‎
May be an image of 1 person, temple and text