সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে “বিক্রমপুরের গাজীর পট” নিয়ে আলোচনা এবং পটুয়া সঙ্গীতের আসর বসে।
প্রকাশন তারিখ
: 2024-04-26
বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিদিন বসছে ভিন্ন ধরনের আয়োজনে লোক গানের আসর। ১২তম দিন বুধবার বিকেল ০৩:০০ ঘটিকায় লোকজ মঞ্চের সেই আসরে দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে "বিক্রমপুরের গাজীর পট” নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। সেমিনারে মূল প্রবন্ধ নিয়ে আলোচনা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের উচ্চমান সহকারী মিজানুর রহমান।
সেমিনার ও আলোচনা শেষে লোকজ মঞ্চে বিক্রমপুরের মঙ্গল মিয়া গায়েন ও তার দলের পরিবেশনায় মুখরিত হয়ে উঠে সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার দর্শক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা ও বাংলার পটুয়া সঙ্গীত উপভোগ করেন।