Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২৩

কারুশিল্পী পদক

তিনজন কারুশিল্পীকে প্রদান করা হয়েছে 'লোক ও কারুশিল্প পদক ২০২১'। এদের প্রত্যেককে এক লক্ষ টাকা, ক্রেষ্ট ও সনদ দেয়া হয়। পুরষ্কারপ্রাপ্তরা হলেন মিলন হোসেন (রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও শ্রী দেখন বালা বমর্ণ (আলপনা শিল্পী)।

 

 

(১) জনাব মিলন হোসেন, পিতা- মো: আব্দুল হামিদ মণ্ডল, মাতা- মোছা: মারিয়া বেগম। গ্রাম: বড় কুমিড়া দক্ষিণ পাড়া, ডাকঘর: বগুড়া সদর, জেলা: বগুড়া।

তিনি ১৯৮২ সালে ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি রুপার অলংকার কারুশিল্প মাধ্যমের একজন স্বনামধন্য ও দক্ষ কারুশিল্পী। দীর্ঘ ১৯ বছর যাবৎ নিবেদিতভাবে তিনি কাজ করে আসছেন। ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিদেশেও রুপার অলংকার কারুশিল্পী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ফাউন্ডেশনের লোককারুশিল্পী পদক ২০২২ এর জন্য মনোনীত করা হয়।

(২) জনাব পারভিন আক্তার, পিতা: মোহাম্মদ আফাজ উদ্দিন, মাতা: মানছুরা বেগম। ঠিকানা: কমিশনার রোড, পূর্ব জুরাইন, কদমতলী, ঢাকা। তিনি ১৯৭৭ সালে ১ মার্চ জন্মগ্রহণ করেন।

তিনি সুজনিকাঁথা শিল্পের একজন কারুশিল্পী। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি সুজনিকাঁথা শিল্পের একজন দক্ষ কারুশিল্পী হিসেবে নৈপুণ্যতার সাথে কাজ করে আসছেন। তিনি এসএমই ফাউন্ডেশন থেকে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা সনদ পেয়েছেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ফাউন্ডেশন কর্তৃক সুজনিকাঁথা কারুশিল্পী পুরস্কার ২০২২ এর জন্য মনোনীত করা হয়। 

(৩) শ্রী দেখন বালা বর্মন, পিতা: দাসু বর্মন, মাতা: লক্ষ্মী বর্মন। গ্রাম: টিকইল, ডাকঘর: হাট বাকইল, উপজেলা: নাচোল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। তিনি ১৯৬৭ সালে ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি আলপনা কারুশিল্পের একজন স্বনামধন্য শিল্পী।

তিনি দীর্ঘ ৪২ বছর ধরে আলপনা অংকন করে আসছেন। উপজেলা প্রশাসন নাচোল ও প্রথম আলো বন্ধুসভা কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক প্রদান করে।  তাঁর দীর্ঘ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ফাউন্ডেশন কর্তৃক আলপনা কারুশিল্পী পুরস্কার ২০২২ এর জন্য মনোনীত করা হয়।