ক্রাফটস ভিলেজেস লিঃ এর তরূণ কুমার পাল ও এসিক্স এর আফসানা আসিফ পেয়েছেন 'কারুশিল্প উদ্যোক্তা পুরষ্কার ২০২২'। দুজনকেই এক লক্ষ টাকা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
(১) জনাব তরুন কুমার পাল, পিতা: বিশ্বেশ্বর চন্দ্র পাল, মাতা: কমলা রানা পাল। গ্রাম: মদন পুরা, থানা: বাউফল, জেলা: পটুয়াখালী। তিনি ক্রাফটস ভিলেজেস লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘ ৮ বছর ধরে মৃৎশিল্পের পটারি কারুশিল্পেরর বিভিন্ন মাধ্যমে সফলতার সাথে কাজ করে আসছেন। তিনি পাট, বেত, খেজুর পাতা, কিইসা ও তালপাতার তৈরি পণ্য যেমন, লন্ড্রী বাসেক্টট, স্টোরেজ বাস্কেট, ট্রে, ম্যাগজিন বাস্কেট, প্লান্ট বাস্কেট, শপিং ব্যাগ, মাদুর, পেন হোল্ডার, টিস্যু হোল্ডার ও অন্যান্য নান্দনিক পণ্য তৈরি করে দেশ ও দেশের বাইরে বিপননে উল্লেখ্যযোগ্য অবদান রেখে আসছেন।
তাঁর দীর্ঘ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ফাউন্ডেশন কর্তৃক লোক ও কারুশিল্প উদ্যোক্তা পুরস্কার ২০২২ এর জন্য মনোনীত করা হয়।
(২) আফসানা আসিফ। প্রাতিষ্ঠানিক শিক্ষা: স্নাতেকত্তোর। তিনি টেবিল ম্যাট, রানার, কোস্টার, ফ্লোর ম্যাট, জুট ব্যাগ, বেবি ব্যাগ, লানঞ্জ ব্যাগ, এপ্রোন, গ্লাভস, ন্যাপকিন ইত্যাদি পণ্যগুলো দেশীয় কাচামাল ব্যবহার করে উৎপাদন করেন। তিনি ৮ বছর ধরে একজন সফল নারী কারুশিল্পী উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা করছেন এবং দেশ-বিদেশে লোক ও কারুশিল্পের বিপণনে অবদান রেখে আসছেন। তিনি ‘Bangladesh Business Award’ পুরস্কার লাভ করেন।
তাঁর দীর্ঘ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ফাউন্ডেশন কর্তৃক লোক ও কারুশিল্প উদ্যোক্তা পুরস্কার ২০২২ এর জন্য মনোনীত করা হয়।