জনাব শ্রী সুশান্ত কুমার পাল, পিতা: ভোলানাথ পাল, মাতা: সুধা রানী পাল, ঠিকানা: গ্রাম- বসন্তপুর, ডাকঘর- বাগধানী, উপজেলা- পবা, জেলা- রাজশাহী। তিনি ১৯৫৯ সালে ২৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
উত্তরাধিকার সূত্রে শৈশব থেকে তিনি শখের হাঁড়ি শিল্পের কাজ করে আসছেন। তিনি শখের হাঁড়ি শিল্পে বাংলাদেশের একজন স্বনামধন্য কারুশিল্পী। তাঁর পরিবারের স্ত্রী সন্তানরাসহ সবাই এ পেশায় যুক্ত আছে। তিনি প্রায় ৫৫ বছর যাবৎ শখের হাঁড়ি শিল্পের কাজ করেন। তাঁর সারাজীবনের কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ফাউন্ডেশনের শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা- ২০২২ মনোনীত করা হয়।