Wellcome to National Portal
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪

কারুশিল্প পদক ২০২৩

 
 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে কারুশিল্পের বিভিন্ন মাধ্যমে বিশেষ অবদানের জন্য দেশের স্বনামধন্য ৩জন কারুশিল্পীকে 'লোক ও কারুশিল্পী পদক ২০২৩ প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয়।

 

'লোক ও কারুশিল্পী পদক'

মাধ্যম: রিক্সা পেইন্টিং

পদকপ্রাপ্ত কারুশিল্পী: রফিকুল ইসলাম

 

মাধ্যম: মণিপুরি তাঁতশিল্প

পদকপ্রাপ্ত কারশিল্পী :রেহেনা পারভিন

 

মাধ্যম: পাটজাত শিল্প

পদকপ্রাপ্ত কারুশিল্পী: রাশিদা বেগম

 

প্রত্যেককে এক লক্ষ টাকার চেক, একভরি ওজনের স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়।

 
 
ফাউন্ডেশনের পরিচালক জনাব কাজী নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অসীম কুমার উকিল মাননীয় সংসদ সদস্য ও সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি, বিশিষ্ট শিল্পী হাশেম খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হাসনা জাহান খানম, বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো. কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব নুরুল হুদা, কারুশিল্পীগণ এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।